রেশন কার্ড নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে চিন্তা নেই এখন এক ক্লিকেই পেয়ে যাবেন একদম ডিজিটাল রেশন কার্ড। E Ration Card download West Bengal


রেশন কার্ড নিয়ে অনেকেরই অনেক সময় রেশন কার্ড না থাকার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। বর্তমানে রেশন কার্ড খুব প্রয়োজন সেটা রেশন দোকান হোক বা কেরোসিন দোকান। কিন্তু চিন্তা নেই রেশন কার্ড এখন এক ক্লিকেই হাতের মুঠোয় পেয়ে যাবেন একদম ডিজিটাল রেশন কার্ড।

• কি করে পাবেন ডিজিটাল রেশন কার্ড।

১) সর্বপ্রথমেই খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in বা wbfss.wb.gov.in যেকোনো একটি ওয়েবসাইটে যাবেন।

 ২) এরপরে রেশন কার্ডের পুরনো ওয়েবসাইটে গেলে অর্থাৎ food.wb.gov.in দেখতে পাবেন মেনু বাড়ে নিচের দিকে     e-Ration অপশনে ক্লিক করবেন। আর যদি রেশন কার্ডের নতুন ওয়েবসাইটে যান অর্থাৎ wbfss.wb.gov.in দেখতে পাবেন প্রথম মেনুতে Ration Card এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর Download Your e Ration Card অপশনে ক্লিক করবেন।

৩) এরপর দুটো ওয়েবসাইটে পদ্ধতি একই e-Ration বা Download Your e Ration Card ক্লিক করার পর নতুন পেজ খুলে যাবে সেখানে click to download e-Ration অপশনে ক্লিক করে আবারো একটি নতুন পেজ খুলে যাবে।

৪) এরপর আপনার রেশন কার্ড নম্বর এবং রেশন কার্ড ক্যাটাগরি দিয়ে DOWNLOAD এই অপশনে ক্লিক করে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।


[আরো তাড়াতাড়ি নতুন আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন ]

নবীনতর পূর্বতন