খাদ্য দপ্তরের এক নতুন সূচনা। রেশন কার্ডের জন্য নতুন ওয়েবসাইট চালু করলো খাদ্য দপ্তর। কি কি সুবিধা পাবেন এই নতুন ওয়েবসাইটে অসুন দেখে নেই।

পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের এক অভিনব সূচনা রেশন কার্ডের সুবিধা এবং সমস্ত তথ্য আরও ভালোভাবে পাওয়ার জন্য খাদ্য দপ্তর এর নতুন ওয়েবসাইট চালু করলো। 06/04/2022 এই তারিখে খাদ্য দপ্তর এর নতুন ওয়েব পোর্টালটি চালু করেছে।


• খাদ্য দপ্তরের এই নতুন ওয়েবসাইট কিভাবে আসবেন।

প্রথমত এই ওয়েবসাইটের দুই ভাবে আসতে পারবেন। এক রেশন কার্ডের পুরনো ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ food.wb.gov.in এই ওয়েব পোর্টালে উপরের দিকে মেনু বাড়ে New Website অপশনে ক্লিক করে যেতে পারবেন। এবং দ্বিতীয় যেকোনো ব্রাউজার ওপেন করে সরাসরি wbfss.wb.gov.in এই লিখলে সেই নতুন ওয়েবসাইটে সহজেই যেতে পারবেন।

• কি কি সুবিধা পাবেন এই নতুন ওয়েবসাইটে।

১) নতুন পরিবারের রেশন কার্ডের আবেদন করতে পারবেন।

২) রেশন কার্ড ট্রান্সফার, সংশোধন, রেশন কার্ড বাতিল করা, রেশন কার্ডের হেড মেম্বার পরিবর্তন ইত্যাদি রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন।

৩) রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বর লিংক

৪) রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বর লিংক হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন।

৫) রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।

৬) রেশন কার্ডের সমস্ত ফ্রম অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

৭) খাদ্য দপ্তরের চাকরির আপডেট বা নোটিফিকেশন পাবেন।

৮) এছাড়াও খাদ্য দপ্তরের বিভিন্ন আপডেটে পাবেন।


[আরো তাড়াতাড়ি নতুন আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন ]

নবীনতর পূর্বতন