পুরানো ভোটার কার্ড থেকে নতুন ডিজিটাল ভোটার কার্ডে পরিবর্তন করতে পারব কী ভাবে।

• ভোটার কার্ড একটি খুব গুরুত্বপূর্ণ কার্ড এই ভোটার কার্ড প্রায় সব জায়গায় কাজে লাগে। ভোটার কার্ড ছাড়া অন্যান্য সবকিছুই কার্ড এখন ডিজিটাল কার্ড হয়ে গেছে তাই ECI বা Election Commission of India চালু করেছে ডিজিটাল ভোটার কার্ড বা PVC ভোটার কার্ড বলা যেতে পারে।

• কিভাবে পাবো ডিজিটাল ভোটার কার্ড ।

>> সবথেকে আগে  nvsp.inএই ওয়েবসাইটে যেতে হবে এটা হল ECI অফিসের ওয়েবসাইট।

>> ওয়েবসাইটে যাওয়ার পর প্রথমবার রেজিস্টার হতে হবে।

>> রেজিস্টার হওয়ার পর লগইন হতে হবে।

>> এরপর দেখতে পাবেন From অপশন এই From অপশনে গিয়ে From 001 এই অপশনে ক্লিক করবেন।

>> এর পরে সেখানে আপনার ভোটার কার্ড এর সমস্ত তথ্য এবং ঠিকানাসহ দিবেন সবশেষে আবেদনটি জমা করবেন অনলাইনে।

মনে রাখবেন : আবেদনটি করার সময় আপনাকে একটি বিশেষ অপশন দেখাবে যে সেখানে আপনি কিসের মাধ্যমে ডিজিটাল ভোটার কার্ডটি নিতে চান সেটা জানাবেন অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট এর মাধ্যমে না CSC এর মাধ্যমে না আপনার এলাকার BLO কাছ থেকে মোদ্দা কথা হলো ভোটার কার্ড টি কার মাধ্যমে নিতে চান।

নবীনতর পূর্বতন