বাংলা তারিখ মনে থাকছে না ? বাংলা তারিখ মনে রাখার কৌশল। এই চারটি টিপস ফলো করলে বাংলা তারিখ মনে থাকবেই।

 


বাংলা তারিখ বা বাংলা মাস যেটাই বলুন দুটোর মধ্যে একটিও মনে থাকে না আমাদের যে আজকে বাংলা তারিখ কত বা বাংলা মাস কত। আর মনে থাকবেই বা কি করে আমাদের তো সেরকম ভাবে দরকার পড়ে না বাংলা তারিখের বা বাংলা মাসের তো আজকে আমরা চারটি টিপস থেকে জেনে নেবো যে কি করে বাংলা তারিখ মাস মনে রাখা যায়।


প্রথম টিপস :- সবথেকে ভালো হয় যে আপনারা একটি বাংলা ক্যালেন্ডার বাড়িতে রাখুন সে হিসাবে প্রতিদিন দেখবেন এবং যখন দরকার পড়বে তখন দেখুন তাহলেই বাংলা তারিখ বা বাংলা মাস মনে থাকবে।

দ্বিতীয় টিপস :- বাংলা ক্যালেন্ডার যদি না থাকে তাহলে আপনার বাড়িতে যেয়ে ইংরেজি ক্যালেন্ডার আছে সেখানেই বাংলা তারিখ লেখা থাকে সেটা দেখলেও আপনার বাংলা তারিখ মনে রাখা সম্ভব।

তৃতীয় টিপস :- আপনার বাড়িতে যদি পঞ্জিকা থাকে তাহলে সেখান থেকেও দেখে বাংলা তারিখ মনে রাখতে পারবেন।

চতুর্থ টিপস :- এই চতুর্থ টিপসটি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এটি আমাদের বর্তমানে ডিজিটাল দুনিয়াতে চলছে সেটা হল অ্যান্ড্রয়েড অ্যাপ। হ্যাঁ ঠিকে শুনেছেন আপনারা যেকোনো একটি বাংলা ক্যালেন্ডার অ্যাপ ইন্সটল করে রাখতে পারেন। সেই অ্যাপের মাধ্যমে বাংলা তারিখ মনে রাখা খুবই সহজ।

*আমাদের তরফ থেকে বেছে নেওয়া বেস্ট বাংলা ক্যালেন্ডার অ্যাপ এর লিংক নিচে দেওয়া হল।

App Link :- বাংলা ক্যালেন্ডার


নবীনতর পূর্বতন