Yuvashree Prakalpa : যুবশ্রী প্রকল্প আবেদন করে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবেন । বেকার ভাতা প্রকল্প আবেদন করুন । New List of YUVASREE | EMPLOYMENT BANK

পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রকল্প সেটি হল যুবশ্রী প্রকল্প বা অনেকের কাছে বেকার ভাতা প্রকল্প নামে পরিচিত । 

ক) কী এই যুবশ্রী প্রকল্প ?
এই প্রকল্পটি দারিদ্র মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার জন্য এ প্রকল্পের আবেদন করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী বা শর্তাবলী আছে যা অন্যান্য প্রকল্পের তুলনায় কিছুটা হলেও কঠিন ।
যুবশ্রী প্রকল্পের আবেদন করে প্রতিমাসে ১,৫০০ টাকা করে পেয়ে যাবেন , এই প্রকল্পের আবেদন করার জন্য নূন্যতম বয়স হতে হবে ১৮ বা তার বেশি এবং তার সাথে বেকার হতে হবে ।

খ) এই যুবশ্রী প্রকল্পের আবেদন করতে যোগ্যতা আরো কি কি লাগবে ? বা, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে ?

১) এই যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য নূন্যতম ৮ পাশ বা অষ্টম শ্রেণী পাস অবশ্যই হতে হবে।
২) এই যুবশ্রী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে যদি কোন কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আরো ভালো হয় ।
৩) এই যুবশ্রী প্রকল্প আবেদনের জন্য বেকার হতে হবে ।
৪) এই যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য নূন্যতম বয়স ১৮ বা তার বেশি হতে হবে ।

গ) আবেদনের করার জন্য কি কি নথিপত্র বা ডকুমেন্ট লাগবে।

১) CV বা বায়োডাটা ।
২) পাসপোর্ট সাইজের কালার ফটো ।
৩) পরিচয় প্রমাণ , যেমন - ভোটার কার্ড ইত্যাদি ।
৪) শিক্ষাগত যোগ্যতা মার্কশিট এবং প্রমাণপত্র ।
৫) জাতি শংসাপত্র বা SC/ST/OBC সার্টিফিকেট (যাদের ক্ষেত্রে প্রয়োজন)
৬) ব্যাংক পাসবই (যদি প্রয়োজন হয়)
৭) ইত্যাদি আরও যদি অন্যান্য নথিপত্র প্রয়োজন হয় ।

ঘ) কীভাবে এই যুবশ্রী প্রকল্প আবেদন করতে হবে ?

১) প্রথমে https://employmentbankwb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে এরপর প্রথমবার New Enrolment Job Seekar অপশনে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে । সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, কাজের অভিজ্ঞতা, উচ্চতা, ওজন ইত্যাদি এবং CV বা বায়োডাটা ও ফটো আপলোড করে অ্যাপ্লিকেশন ফর্ম টিকে সাবমিট করতে হবে ।
২) এরপর সেই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে প্রিন্ট আউট করার পর এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট নিয়ে গিয়ে নির্দিষ্ট জেলা কর্মংস্থান এক্সচেঞ্জ অফিস বা District Employment Exchange Office গিয়ে জমা করতে হবে। (অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার ৬০ দিনের মধ্যে আপনাকে সেই নির্দিষ্ট অফিসে জমা করতে হবে অন্যথায় অ্যাপ্লিকেশন ফর্ম টি বাতিল হবে )
অ্যাপ্লিকেশন ফর্ম টি জমা করার পর আবেদনটি সম্পূর্ণ হবে এর কয়েকদিন বা কয়েক মাস পরে সেই জেলা কর্মংস্থান এক্সচেঞ্জ অফিস থেকে ডাকা হবে সেখানে কিছু নথিপত্র বাট ডকুমেন্ট চাইবে এবং কিছু জিজ্ঞাস্য প্রশ্ন থাকলে সে প্রশ্ন করতে পারে । তারপর সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিমাসে ১,৫০০ টাকা করে পাবেন ।

[আরো তাড়াতাড়ি নতুন আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন]
নবীনতর পূর্বতন