জন্ম সার্টিফিকেট করবার জন্য আর কোথাও যেতে হবে না। ঘরে বসে অনলাইনে জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করুণ। Wb Birth Certificate Apply Online, WB Health Department

জন্ম সার্টিফিকেট একটি খুব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট শিশুর জন্ম হওয়া পরেই এই সার্টিফিকেটটি করে নেওয়া উচিত। কিভাবে এই জন্ম সার্টিফিকেট দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন দেখে নিন।

সর্বপ্রথমে https://crs.wb.gov.in এই ওয়েসাইটটি এ আসতে হবে তারপরে আপনাকে উপরের মেনু বার এ Citizen Services অপশনে ক্লিক করার পর Brith অপশনে ক্লিক করবেন।

যখন আপনি Brith অপশনে ক্লিক করবেন তখন আপনি Apply For New Registration অপশনে ক্লিক করে পরের পেজে যেতে পারবেন ।


পরের যাওয়ার পর আপনাকে একটি Vaild মোবাইল নম্বর দিয়ে অটিপি ভেরিফাই করতে হবে তারপর Application পেজে লগিন হবেন ।

সেই Application পেজে যাওযার পড়ে শিশুর জন্ম এর তথ্য এবং শিশুর মায়ের তথ্য দিয়ে হবে যেমন - শিশুর জন্ম এর তারিখ শিশুর নাম, শিশুর জন্মের স্থান এবং শিশুর মায়ের নাম ইত্যাদি দিয়ে সব শেষে হসপিটাল থেকে ডিসচার্জ করা সার্টিফিকেট ও শিশুর মায়ের পরিচয়ের প্রমান এসব আপলোড করতে হবে তারপর Application From টিকে Submit করতে হবে।

Official Website : Link

*আরো জানতে নীচের ভিডিও দুটি দেখতে পারেন*

নবীনতর পূর্বতন