দোকান বা ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করুন পৌরসভার জন্য

বর্তমান ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স খুব বড় ভূমিকা পালন করে আজকে আপনাদের ট্রেড লাইসেন্স কিভাবে আবেদন করে সেটা দেখাবো শুধুমাত্র পৌরসভার জন্য



*আবেদন পদ্ধতি:-
সবথেকে প্রথমে edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন বা লগইন হতে হবে । রেজিস্ট্রেশন হওয়ার জন্য আপনাকে কিছু বেসিক তথ্য দিতে হবে যেমন একটি বৈধ মোবাইল নম্বর , একটি ইমেইল আইডি , আপনার নাম , ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন হয়ে একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি হবে তারপরে আপনাকে সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন হতে হবে।
লগইন হওয়ার পড়ে আপনার সামনে বিভিন্ন সার্টিফিকেট বা লাইসেন্স ইত্যাদি এই সব দেখাবে আপনারা সেখানে Issuance of Trade License (Certificate of Enlistment) in Municipal Areas বলে একটি অপশন দেখতে পাবেন বা উপরে সার্চবারে সার্চ করতে পারেন তাহলেই চলে আসবে । তারপর Issuance of Trade License (Certificate of Enlistment) in Municipal Areas অপশনে ক্লিক করা মাত্র একটি নতুন উইন্ডো পেজ খুলে যাবে এরপর নিচের দিকে কিছু শর্তাবলী আছে সেগুলো সব একসেপ্ট করতে হবে তারপর এপ্লাই বলে একটি অপশন বলে একটি অপশন দেখাবে সেই অপশনে ক্লিক করে পরের পেজে যেতে হবে পরের পেজে যাওয়ার পর সেখানে আপনার তথ্য এবং আপনার ব্যবসার তথ্য দিয়ে হবে ।

1) প্রথমে আপনার নাম, বাবার নাম, ঠিকানা এসব কিছু তারপর আপনারা যে জায়গায় ব্যবসা বা দোকান শুরু করতে চাইছেন সেখানকার ঠিকানা দিতে হবে এরপরসেভ এন্ড নেক্সট করে পরের পেজে যেতে হবে ।
2) আপনার অস্থায়ী ঠিকানা দিতে হবে বর্তমানে আপনি যেখানে আছেন আপনার যদি অস্থায়ী এবং স্থায়ী ঠিকানা এক তাহলে উপরের একটি অপশন দেখতে পাবেন Same as Previous Address সেখানে আপনারা টিক করবেন তাহলে আগের ঠিকানা টি চলে আসবে এরপর আপানার ব্যাবসার তথ্য দিতে হবে আপনার ব্যাবসা বা দোকান কীসের তারপর সেভেন এন্ড নেক্সট করে শেষের দিকে আপনি কিছু সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে তাহলে আবেদনটি পুরোপুরি ভাবে সম্পন্ন হবে বা কমপ্লিট হবে। এবং একটি Acknowledgement Shilp ও নম্বর পাবেন সেই নম্বরটি ও Shlip টি আপনারা লিখে রাখবেন এবং Acknowledgement Shilp প্রিন্ট করবেন ।

Official Website : Link
নবীনতর পূর্বতন