আধার কার্ডের নাম ভুল আছে ? কিভাবে আধার কার্ডের নাম সংশোধন করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে।



আধার কার্ড বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ নথি সবকিছুতেই আধার কার্ড সেটা ট্রেনের টিকিট বুকিং করা থেকে শুরু করে ব্যাংকের যেকোন কাজ সব কিছুরই প্রয়োজন আধার কার্ড।

কিন্তু বর্তমানে আধার কার্ডে প্রায় অনেকেরই আধার কার্ড ভুল থাকে সেটা হোক নাম বা ঠিকানা এই নাম ভুলের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এখন ডিজিটাল ইন্ডিয়াতে সবকিছু সম্ভব সেটা আবার আধার কার্ডের ক্ষেত্রে ব্যতিক্রম কেন। এখন নিজের ঘরে বসেই আধার কার্ডের নাম সংশোধন করে ফেলুন মাত্র কয়েক মিনিটেই বলাবাহুল্য মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারেন।


কিভাবে আধার কার্ডের নাম সংশোধন করবেন :-

>> সর্ব প্রথমে ssup.uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে যেকোনো ব্রাউজার ওপেন করে।

>> এরপর লগইন হতে হবে আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বর দিয়ে।

>> লগইন হওয়ার জন্য প্রথমত আধার কার্ডের ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে এরপর প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি তে ক্লিক করা মাত্র আধার কার্ডের সাথে সংযুক্ত থাকা মোবাইল নম্বরে চার সংখ্যার ওটিপি যাবে। এরপর সেই ওটিপি বসাতে হবে ওটিপি বসানোর পর লগইন অপশন ক্লিক করে পরের পেজে যেতে হবে।

>> পরের পেজে যাওয়ার পর একে একে বিভিন্ন অপশন দেখাবে এর মধ্যে থাকা Aadhar update online অপশনে ক্লিক করে Proceed To Update Aadhar অপশনে ক্লিক করে পরের পেজে যেতে হবে।

>> পরের পেজে আসার পর Name এই অপশনে ক্লিক করে আবার Proceed To Update Aadhar ক্লিক করবেন।

>> এরপরে সঠিক বিবরণ বা সঠিক নাম দেওয়ার পরে যে কোন একটি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে Next অপসন এ ক্লিক করবেন।

এক্ষেত্রে মনে রাখবেন আধার কার্ড Name বা নাম পরিবর্তন করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সঠিক আইডি প্রুফ দিতে হবে যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এছাড়া অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট গুলো দিতে পারেন।

>> Next অপশনে ক্লিক করার পরে একটি Preview দেখাবে এরপর আবার Next অপশনে ক্লিক করতে হবে।

>> সবশেষে Make Payment অপশনে ক্লিক করে ₹৫০ টাকা আধার আপডেট চার্জ সহ কাটাতে হবে বা চালান কাটাতে হবে।

এরপর এক-দুদিনের মধ্যে আধার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে বা আধার কার্ড নাম সংশোধন হয়ে যাবে।

মনে রাখবেন : যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক বা সংযুক্তি আছে তারাই একমাত্র এই সুবিধাটি পাবেন।

[আরো তাড়াতাড়ি নতুন আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন]

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করুন কয়েক মিনিটেই।

নবীনতর পূর্বতন