ATM থেকে কিভাবে সঠিক নিয়মে টাকা তুলবেন। How to Withdraw Money from ATM Card according to proper rules.



এটিএম কার্ড হলে একটি ডিজিটাল ইলেকট্রনিক ম্যাগনেট কার্ডের মতো বর্তমানে এটিএম কার্ড থেকে টাকা তুলতে অনেকেই জানেন না যে কিভাবে এটিএম কার্ড থেকে টাকা তোলা যায় সঠিক নিয়মে। এটিএম কার্ড সাধারণত একটি ব্যাঙ্ক একাউন্টের সাথে সংযুক্ত থাকে। বর্তমানে ভারতের তিন ধরনের এটিএম কার্ড প্রচলিত আছে RUPAY, VISA, MasterCard.

• এবার দেখে নেই এটিএম থেকে কিভাবে টাকা তুলবেন।

>> প্রথমত আপনার এটিএম কার্ডে একটি চার সংখ্যার গোপন পিন সেট করতে হবে। গোপন পিন সেট করা হয়ে গেলে আপনার এটিএম কার্ড টাকা তোলার জন্য প্রস্তুত।

>> এটিএম কাঠি প্রস্তুত থাকলে প্রথমবার যখন এটিএম মেশিনে ঢুকাতে হবে বা PUSH করতে হবে।

>> এরপর এটিএম মেশিন যেকোনো একটি ভাষা নির্ণয় করতে বলবে যে কোন একটি ভাষা নির্ণয় করে পরের পেজে যেতে হবে।

>> পরের পেজে আসার পর সেই চারটি গোপন পিন চাইবে এটিএম মেশিন সেই গোপন পিন দেওয়ার পর অটোমেটিক পরের পেজে যাবেন।

>> পরের পেজে আসার পর বিভিন্ন অপশন দেখাবে তার মধ্যে থাকা CASH WITHDRAWAL এই অপশনটি বেছে নিতে হবে। এই অপশনটি বেছে নেওয়ার পরে কত টাকা তুলবেন সেই পরিমানটি দিবেন এরপর এটিএম মেশিন থেকে টাকা সঠিক নিয়মে বেরিয়ে আসবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে।

>> সবশেষে সমস্ত পেজ গুলি কেটে দেবেন এবং এটিএম মেশিন থেকে এটিএম কার্ড বের করে নিবেন।


[আরো তাড়াতাড়ি নতুন আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন]

নবীনতর পূর্বতন