SSC Constable GD Result : এসএসসি কনস্টেবল জিডি রেজাল্ট প্রকাশিত হলো। মোট ২ লাখ ৮৫ হাজার ২০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।



স্টাফ সিলেকশন কমিশন বা SSC শনিবার ২৬ শে মার্চ ২০২২ তার অফিশিয়াল ওয়েবসাইটে ssc.nic.in SSC Constable GD রেজাল্ট প্রকাশিত করে। মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ২০১ জন এবং উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীরা এখন তাদের শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে।


মোট ২ লাখ ৮৫ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৫০ হাজার ২৭৪ জন এবং মহিলা পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ৯৬৭ জন। 


পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা SSC অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তারা নিজেদের রেজাল্ট দেখতে পারেন। SSC অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখতে পারেন।


SSC বিজ্ঞপ্তি অনুসারে মোট পাঁচ কোম্পানির কনস্টেবল নিয়োগ করেছিল সেগুলি হল CAPF (Central Armed Police Forces), NIA (National Investigation Agency), SSF (Secretariat Security Force), আসাম রাইফেলস এবং রাইফেলম্যান GD নিয়োগ।


পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য শারীরিক সহনশীলতা (PET) ও শারীরিক মান পরীক্ষা (PST) এর জন্য প্রস্তুত থাকতে হবে।

[আরো তাড়াতাড়ি নতুন আপডেট পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন ]

সম্পূর্ণ রেজাল্ট দেখার জন্য নীচের টেলিগ্রাম চ্যানেল এ Join হন সেখানে সম্পূর্ণ রেজাল্ট দেওয়া আছে।

Telegram Channel


নবীনতর পূর্বতন