Kolkata Police Recruitment 2022 : কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ। বেতন কত । যোগ্যতা কত । বিস্তারিত আলোচনা


Kolkata Police Recruitment : আবারও নতুন করে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন করা যাবে অনলাইনে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।


• পোস্টের নাম - কনস্টেবল এবং লেডি কনস্টেবল

• দপ্তর - পশ্চিমবঙ্গ পুলিশ

• বয়স সীমা - ০১.০১.২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর বয়স হতে হবে।

• মোট শূন্যপদ -  কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর জন্য মোট শূন্যপদ রয়েছে ২,২৬৬ টি । এদের মধ্যে শুধুমাত্র পুরুষদের শূন্য পদ রয়েছে ১৪১০টি এবং মহিলাদের জন্য রয়েছে ৮৫৬ টি শূন্যপদ এছাড়াও UR/SC/ST/OBC - A/B দের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে।

• শিক্ষাগত যোগ্যতা -  ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস।

•  অন্যান্য আবশ্যিক যোগ্যতা - আবেদনকারী প্রার্থীকে বাংলাতে কথা বলা, বাংলাতে পড়া ও লেখা জানতে হবে ।

• শারীরিক যোগ্যতা -

• শারীরিক পরীক্ষা - পুরুষ প্রার্থীদের ১৬,০০০ মিটার দৌড়াতে হবে ৬ মিনিটে এবং মহিলা প্রার্থীদের ৮০০ মিটার দৌড়াতে ৪ মিনিটে। 

• পরীক্ষা পদ্ধতি বা নিয়োগ পদ্ধতি - সব মিলিয়ে চারটি ধাপে বা পদ্ধতিতে নিয়োগ করা হবে। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে এরপর শারীরিক পরীক্ষা বা শারীরিক যোগ্যতা দিতে হবে শারীরিক পরীক্ষার বা শারীরিক যোগ্যতা উত্তীর্ণ হলে তারপর মেন্স পরীক্ষা দিতে হবে, মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হলে সবশেষে ইন্টারভিউ দিতে হবে।

• আবেদন পদ্ধতি - সম্পূর্ণ আবেদন করা যাবে অনলাইনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।


• অফিশিয়াল ওয়েবসাইট লিংক

• অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশ লিংক

• অফিশিয়াল সংশোধনীয় শূন্যপদ নোটিশ লিংক

• আবেদন করার শেষ তারিখ : ২৭শে জুন ২০২২


[সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন]


Telegram Channel Link

নবীনতর পূর্বতন