Indian Post Office GDS Recruitment 2022 : ইন্ডিয়া পোষ্ট অফিসে প্রচুর একাধিক পদে কর্মী নিয়োগ। Indian Post Office GDS Recruitment 2022 Notification Out.

 Indian Post Office GDS Recruitment 2022 : ইন্ডিয়া পোষ্ট অফিসে প্রচুর একাধিক পদে কর্মী নিয়োগ। Indian Post Office GDS Recruitment 2022 Notification Out.

আপনি কি সরকারি চাকরির খোঁজ করছেন তাহলে আজকের চাকরির খবর টি আপনার জন্য ইন্ডিয়ান পোস্ট এর প্রচুর একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যোগ্য প্রার্থীর আবেদন করতে পারে।

• পোস্টের নাম - গ্রামীণ ডাক সেবক (GDS)

• বয়স সীমা - আবেদনকারীর অবশ্যই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে SC/ST/OBC এবং PWD দের জন্য বিশেষ ছাড় আছে।

• শূন্যপদ - GDS অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদের জন্য গোটা ভারত জুড়ে মোট শূন্যপদ সংখ্যা ৩৯০০০ টি এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য ২০০০ টি শূন্যপদ আছে এছাড়াও বাংলাভাষীদের জন্য ১৮৫০ টি শূন্যপদ ও পাহাড়ি অঞ্চলের জন্য ১৫০ টি শূন্যপদ রয়েছে।

• শিক্ষাগত যোগ্যতা - সবগুলো পদ বা পোষ্ট এর জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস।

• অন্যান্য আবশ্যিক যোগ্যতা - আবেদনকারীকে রাজ্যের আঞ্চলিক ভাষায় মাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য অবশ্যই বাংলাতে সাবজেক্ট সহ পাশে থাকতে হবে মাধ্যমিকে। এছাড়াও আবেদনকারীকে সাইকেল চালানো জানতে হবে।

• নিয়োগ পদ্ধতি - নিয়োগ পদ্ধতি দিক থেকে দেখতে গেলে আবেদনকারী প্রার্থীদের কোনরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে।

• আবেদন পদ্ধতি - আবেদন করার জন্য GDS ইন্ডিয়ান পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://indiapostgdsonline.gov.in/ গিয়ে সর্বপ্রথমে বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আবেদনটি সম্পূর্ণভাবে করতে পারেন।

• আবেদন ফি - General/EWS/OBC দের জন্য ১০০ টাকা লাগবে ও SC/ST/PWD এবং মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট লিংক

অফিশিয়াল নোটিফিকেশন লিংক 

• আবেদন করার তারিখ - ০২ মে ২০২২

• আবেদনের শেষ তারিখ - ০৫ জুন ২০২২


[সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন]

নবীনতর পূর্বতন