স্টাফ সিলেকশন কমিশন একসাথে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন বা তার অধিক যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে।

 স্টাফ সিলেকশন কমিশন একসাথে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন বা তার অধিক যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে।



স্টাফ সিলেকশন কমিশন বা SSC প্রতিবছরই বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি। SSC Selection Post Phase 10 (X) ADVERTISEMENT NO. Phase-X/2022/Selection Posts এর বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC মাধ্যমিক,উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন বা তার অধিক যোগ্যতায় পাশে চাকরির বিরাট সুযোগ। এই যোগ্যতায় আবেদন করতে পারবে যোগ্য ও ইছুক পর্থীরা ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে।


এক ঝলকে দেখে নিই কি এই SSC Selection Post Phase 10 (X) : SSC বা স্টাফ সিলেকশন কমিশন প্রতিবছরই বিভিন্ন পাস্টের জন্য বা বিভিন্ন আলাদা আলাদা দপ্তর এর জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের করে। তার মধ্যে এটি একটি SSC Selection Post Phase 10 (X) ADVERTISEMENT NO. Phase-X/2022/Selection Posts এই SSC বিভিন্ন ছোট ছোট শূন্য পদ নিয়ে এবং বিভিন্ন দপ্তরে কর্মী নেওয়ার জন্য কিছু কিছু যে শুন্য পদ থাকে তাকে নিয়েই এই SSC বা স্টাফ সিলেকশন কমিশন SSC Selection Post Phase 10 (X) পরীক্ষা টি নেয়। আরো বিশদে জানতে প্রার্থীরা SSC বা স্টাফ সিলেকশন কমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন ।


মোট শূন্যপদ : মোট শূন্যপদ ২০৬৫ টি শূন্যপদ আছে তারমধ্যে SC/ST/OBC/UR/ESM/OH/HH/VH/EWS এবং Others দের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে সব মিলিয়ে ২০৬৫ টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন বা তার অধিক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারেন।

অন্যান্য আবশ্যিক যোগ্যতা : কিছু কিছু পোস্টের জন্য অন্যান্য আবশ্যিক যোগ্যতা লাগবে।

বয়স সীমা : বয়স সীমা কথা এখানে বলা হয়েছে একেক ধরনের পোস্টের জন্য একেক বয়সসীমা লাগবে কিন্তু SC/ST/OBC এবং PWD দের জন্য বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে।

পোস্টের বা পদের নাম : পোস্টের কথা এখানে বলা বাহুল্য যে একেক পোস্ট এর জন্য একেক যোগ্যতা লাগবে এবং তার সাথে কিছু কিছু পোস্টে আলাদা আবশ্যিক যোগ্যতা লাগবে।

বেতন কত হবে : বেতন এখানে ১৮ হজার থেকে শুরু করে ২৫ হাজার বা তারও বেশি হবে একেক পোস্ট এর জন্য একেক বেতন ধার্য করা হয়েছে ।

এয়ারপোর্ট এ কর্মী নিয়োগ করা হচ্ছে আবেদন করুন।

মনে রাখবেন : আবেদন করা প্রার্থীরা যদি এই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশন বা তার অধিক যোগ্যতা উত্তীর্ণ হয়ে থাকে বা পাস হয়ে থাকে তাহলে তিনটি যোগ্যতার জন্য আবেদন করতে পারবে এবং তার সাথে এক এর চেয়ে অধিক পোষ্টের জন্য আবেদন করতে পারেন।


আবেদন পদ্ধতি : আবেদন পদ্ধতি পুরোটাই অনলাইনে হবে SSC বা স্টাফ সিলেকশন কমিশন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর আবেদন করতে পারেন।

আবেদন ফি : আবেদন করার জন্য SC/ST/PWD/ESM এবং মহিলা বা মেয়েদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন General এবং অন্যান্য দের জন্য ১০০ টাকা লাগবে আবেদন ফি।


অফিশিয়াল ওয়েবসাইট লিংক

অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশ লিংক

আবেদন করার শেষ তারিখ : ১৩ এপ্রিল ২০২২


[সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন]

Telegram Channel Link

নবীনতর পূর্বতন